৫ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে সেরা সাকিব

কিব, সাকিব, সাকিব! ‘হোম অফ ক্রিকেট’ জুড়ে মুখোরিত এই একটি নামে। হবেই বা না কেন? ভারতে বিপক্ষে সাকিব আল হাসানই যে দাপুটে বোলিংয়ে হয়ে উঠেছেন নায়ক। বল হাতে তিনি একাই নিয়েছেন ৫ উইকেট। ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে যেটা কোনো বাঁহাতি স্পিনারের এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড।

আজ রোববার মিরপুর শেরেবাংলায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচে সাকিবের দাপুটে বোলিংয়ে বিপদে পড়ে গেছে ভারত। বড় সংগ্রহ তো দূরে, লড়াইয়ের পুঁজি পেতেও লড়াই করতে হচ্ছে রোহিতদের।

সাকিব এসেই শুরুতে ফিরিয়েছেন ভারতীয় অধিনায়ককে। সাকিবের ফুললেংথের বলটা টার্ন করবে ভেবে খেলেছিলেন রোহিত। তবে, বল ধরে রেখেছে লাইন। ভারত অধিনায়ক মিস করে হয়েছেন বোল্ড। ৩১ বলে ২৭ রান করে ফিরেছেন রোহিত।

এরপর একই ওভারে লিটনের দুর্দান্ত ক্যাচের সাহায্যে বিদায় করেছেন বিরাট কোহলিকে। ভারত অধিনায়ক ও সাবেক অধিনায়ককে ৩ বলের মধ্যে ফেরালেন সাকিব।

এর পর শেরেবাংলায় দেখেছে সাকিব শো। একে একে বিদায় করেছেন ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও দিপক চাহারকে।

এখন পর্যন্ত ৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন সাকিব। ওয়ানডেতে এনিয়ে চতুর্থবার পাঁচ উইকেট নিলেন সাকিব। বিশ্বের সপ্তম স্পিনার হিসেবে এই সংস্করণে চার বা তার বেশিবার পাঁচ শিকার নিলেন তিনি।

ভারতের বিপক্ষে সাকিবের আগের সেরা ছিল ২৭ রানে ৩ উইকেট। এবার নিলেন ৫ উইকেট।

ভারতের বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিং মুস্তাফিজুর রহমানের। ২০১৫ সালে ৪৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *