আরেক দফা বাড়ল এলপিজির দাম
ভেম্বর মাসে দাম বৃদ্ধি পর ডিসেম্বর মাসে আবারও বাড়ল এলপিজির দাম। আজ রোববার এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়।
নির্ধারিত নতুন দাম আগামী বুধবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। এ সময় সচিব খলিলুর রহমান খান, সদস্য মোকবুল-ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে প্রতি কেজিতে এলপিজির দাম বাড়ল ৩ টাকা ৫৮ পয়সা। এই হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৮ থেকে বেড়ে ১ হাজার ২৯৭ টাকা করা হয়েছে। একইভাবে দাম বেড়েছে অটোগ্যাসেরও।